নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত ৭৯ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২১, ২০:৫৪

ছবি: সংগৃহীত

নাইজারের চোমবাংগো ও জারোম-দারিয়ে নামের দুটি গ্রামে সন্ত্রাসীর হামলায় কমপক্ষে ৭৯ জন নিহত হয়েছেন। রোববার (৩ জানুয়ারী) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাশে আল-হাদা জানিয়েছেন এ তথ্য।

আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি'র সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা হামলা চালিয়ে চোমবাংগো গ্রামেই ৪৯ জনকে হত্যা করে। সেখানে হামলায় আরও আহত হয়েছে ১৭ জন। অন্যদিকে, মালি সীমান্তের কাছেই জারোম-দারিয়ে গ্রামেও নির্বিচারে হত্যাকান্ড চালানো হয়। এতে প্রাণ হারায় প্রায় ৩০ জন।

এর আগে, মালিতে সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেছেন তাদের ৩ সেনাসদস্য। এ হামলার দায় স্বীকার করেছে কায়েদাপন্থি একটি স্থানীয় সশস্ত্র সংগঠন।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার নাইজার নামক দেশটিতে সন্ত্রাসবাদ দমনে যে আন্তর্জাতিক অভিযান পরিচালিত হচ্ছে তার নেতৃত্বে রয়েছে ফ্রান্স।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top