পাঁচ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ মূল্যস্ফীতি মিসরে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৩, ০২:০৬

সংগৃহীত

করোনাভাইরাস মহামারী পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে চাপের মুখে গোটা বিশ্বের অর্থনীতি। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় মূল্যস্ফীতির কবলে পড়েছে মিসরও। দেশটিতে চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতি পাঁচ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মিসরের পরিসংখ্যান সংস্থা ‘ক্যাপমাস’ প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন: পরবর্তী রাষ্ট্রপতি কে, জানা যাবে আগামীকাল

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে ক্যাপমাস জানায়, গত জানুয়ারিতে মিসরের মূল্যস্ফীতি ছিল ২৫ দশমিক ৮ শতাংশ, যা ২০১৭ সালের ডিসেম্বর-পরবর্তী সর্বোচ্চ। অর্থনীতিবিদরা অবশ্য ২৩ দশমিক ৭৫ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছিলেন। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মিসরীয়দের যে নাভিশ্বাস উঠে গেছে মূল্যস্ফীতি উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে। ১০ কোটি ৪০ লাখ জনসংখ্যার দেশটির প্রায় ৩০ শতাংশই দরিদ্র কিংবা দারিদ্র্যসীমার আশপাশে অবস্থান করছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করছে খাদ্যপণ্যের উচ্চমূল্য। গত মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৩২ দশমিক ৭ শতাংশ।

সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ, দ্য ন্যাশনাল




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top