সালমান রুশদির ওপর হামলাকারীকে পুরস্কৃত করছে ইরানি ফাউন্ডেশন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৪১
বিতর্কিত ঔপন্যাসিক সালমান রুশদির উপর হামলাকারী ব্যক্তির প্রশংসা করেছে একটি ইরানি প্রতিষ্ঠান। হামলাকারীকে এক হাজার বর্গ মিটার কৃষি জমি দিয়ে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ইরানের একটি সরকারি টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানে গত বছর ছুরি হামলার শিকার হয়েছিলেন বুকারজয়ী লেখক সালমান রুশদি। আকস্মিকভাবে হওয়া এই হামলা এতোটাই গুরুতর ছিল যে রুশদিকে তাৎক্ষণিকভাবে ভেন্টিলেটরে পর্যন্ত নিতে হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের স্মরণ করল জেলাবাসী
ইমাম খোমেনির ফতোয়া বাস্তবায়নের ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল জারেই বলেছেন, ‘রুশদির একটি চোখ অন্ধ করে এবং তার একটি হাত অক্ষম করে মুসলমানদের খুশি করায় আমরা আন্তরিকভাবে তরুণ আমেরিকান যুবকটির সাহসী পদক্ষেপকে ধন্যবাদ জানাই। রুশদি এখন জীবন্মৃত ছাড়া আর কিছু নয় এবং এই সাহসী পদক্ষেপকে সম্মান জানাতে, প্রায় এক হাজার বর্গ মিটার কৃষি জমি ওই ব্যক্তি বা তার কোনো আইনি প্রতিনিধিকে দান করা হবে।’
১৯৮৮ সালে প্রকাশিত রুশদির চতুর্থ উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’ বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দেয়। বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ আর সহিংসতার মধ্যে বহু দেশে বইটি নিষিদ্ধ হয়, রুশদির জন্মস্থান ভারতের সরকারই প্রথম সেই সিদ্ধান্ত নেয়। এ বই প্রকাশের পর প্রায় ১০ বছর তাকে আত্মগোপনে থাকতে হয়।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সে সময় এই লেখকের মৃত্যুদণ্ডের ফতোয়া ঘোষণা করেন। রুশদির মাথার দাম ঘোষণা করা হয় ৩০ লাখ ডলার। ইরানের সেই ঘোষণা এখনও বহাল আছে।
পরবর্তীতে ইরান সরকার খোমেনির ওই ঘোষণার বিষয়ে আর সামনে না এগোলেও সরকার সমর্থিত একটি ধর্মীয় ফাউন্ডেশন ২০২১ সালে পুরস্কারের ওই অংকের সঙ্গে আরও ৫ লাখ ডলার যোগ করার ঘোষণা দিয়েছিল।
বিষয়: সালমান রুশদি হামলাকারী ইরানি প্রতিষ্ঠান কৃষি জমি পুরস্কৃত ঘোষণা newsflash71 newsflash Latest News News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।