ভারতে ৩ রাজ্যে মাস্ক বাধ্যতামূলক

বিশ্বকরোনা : মৃত্যু আরও ৯৩, শনাক্ত ৪২ হাজার

রাজিউর রাহমান | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩, ২১:১৬

মহামারি করোনাভাইরাস

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও ৯৩ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে ভাইরাটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৮০৫ জন। রবিবার (৯ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছাল ৬৮ লাখ ৩৭ হাজার ৬৩২ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৫৬৯ জনে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪৩ জন এবং মারা গেছেন ৪ জন। এ ছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৪ হাজার ৫০২ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩২২ জনের।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৭ লাখ ৬ হাজার ৯৮০ জন এবং মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫৩৪ জনের।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৩৯ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ৫৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৮৫৭ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২২ জন এবং মারা গেছেন ২ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৬ হাজার ৯৯৮ জন মারা গেছেন।

একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪৪ জন এবং মারা গেছেন ২ জন। জাপানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬৮ জন এবং মারা গেছেন ২১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ১৬ হাজার ৮৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ৮১ জন মারা গেছেন।

এদিকে, ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন রাজ্যে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে। তাই দেশটির ৩ রাজ্যে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সরকার। রাজ্য তিনটি হলো, হরিয়ানা, কেরালা ও পুদুচেরি। রোববার সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর তা বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top