ডাইনোসররা যখন অ্যান্টার্কটিকায় মুক্তভাবে ঘুরে বেড়াতো

রাজিউর রেহমান | প্রকাশিত: ৮ জুলাই ২০২৩, ২১:৫২

ছবি: সংগৃহীত

অ্যান্টার্কটিকা- নামটি শুনলে প্রথমেই মাথায় আসবে বরফযুক্ত, নির্জন ও শীতল একটি বিশাল অঞ্চলের চিত্র। কিন্তু একটা সময় দক্ষিণের বিশাল এই ভূখণ্ডটি ছিল পুরোই জঙ্গলময়। ডাইনোসররা সেখানে মুক্তভাবে ঘুরে বেড়াতো, ছিলো না তাদের তেমন কোন প্রতিদ্বন্দ্বী।

কিন্তু জানেন কি, প্রায় ৬.৬ কোটি বছর আগের ক্রিটেশিয়াস যুগে অ্যান্টার্কটিকায় বরফ ছিল না। ১৪৫ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে থেকে স্থায়ী ছিল প্রাগৈতিহাসিক এই যুগ। এই সময়কালে পৃথিবীর দুই মেরুতেই বন ছিল।

বিজ্ঞানীরা অতীত জলবায়ু বোঝার জন্য সমুদ্রে বসবাসকারী জীবাশ্ম জীবের শেল ব্যবহার করেন, যা ফোরামিনিফেরা নামে পরিচিত। স্মিথসোনিয়ান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির ড. ব্রায়ান হুবার বলেন, অতীতে আমরা যেভাবে জলবায়ু পরিবর্তন হতে দেখেছি, তার তুলনায় বর্তমানে পরিবর্তনের হার অভূতপূর্ব। জলবায়ু পরিবর্তনের মাত্রা এখন অত্যাধিক বেশি।

আমরা মাত্র কয়েক দশকের মধ্যে বায়ুমণ্ডলে শত শত বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গত করছি। আগ্নেয়গিরিও এত অল্প সময়ের মধ্যে এত পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপাদন করতে পারে না, এমনকি বিশাল আগ্নেয়গিরি হলেও।

ভবিষ্যতের ক্ষেত্রে হুবার পরামর্শ দেন, অ্যান্টার্কটিকায় বরফের স্রোত দেখতে পাচ্ছি। যে হারে বরফ প্রবাহিত হচ্ছে, তাতে আমরা কয়েক দশকের মধ্যে অ্যান্টার্কটিকাকে অক্ষত দেখতে পাব না।

ব্রায়ান হুবার সতর্ক করে দিয়ে বলেন, হয়তো অ্যান্টার্কটিকায় ডাইনোসররা আর ঘুরে বেড়াচ্ছে না, কিন্তু ভবিষ্যতে এই অঞ্চল বরফহীন হওয়ার সম্ভাবনা আছে। এটি আমরা অস্বীকার করতে পারি না। মানুষের জন্য এটি কেমন হবে, তা জানার কোন উপায় আমাদের নেই।

বিজ্ঞানীদের মতে, প্রভাবশালী জন্তুটি প্রায় ১৬ কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। তাদের ধারণা, আনুমানিক ২৩ কোটি বছর পূর্বে প্রথমে ডাইনোসরের আবির্ভাব ঘটে। তারা মনে করেন, ক্রিটেশিয়াস যুগের শেষ প্রহরে প্রায় সাড়ে ৬ কোটি বছর পূর্বে মহাপ্রলয়ে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসর।

তাহলে প্রশ্ন আসতেই পারে, সাড়ে ৬ কোটি বছর পূর্বে তাদের বিপর্যয় না ঘটলে আজকের দুনিয়ায় কী হতো। ডাইনোসর টিকে থাকলে মানুষ কি আদৌ বর্তমানে এই অবস্থানে থাকতে পারতো? মানুষের নিয়ন্ত্রণে ডাইনোসর থাকতো নাকি ডাইনোসরের অধীনে মানুষ?




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top