• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হুথিদের আবারও ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৪, ১২:১৬

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের 'সন্ত্রাসী' সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এই ঘোষণা দেন।

বুধবার এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার। তিনি বলেন, ‘ক্রমাগত হুমকি ও হামলার জবাবে যুক্তরাষ্ট্র হুথিদের (আনসারুল্লাহ নামে পরিচিত) বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত শুক্রবার (১২ জানুয়ারি) ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগরে জাহাজে বিদ্রোহী হুথিদের হামলার জবাবে সানায় হুথি লক্ষ্যবস্তুতে ওই হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ওই হামলার পর হুথিরা হুমকি দেয়, তাদের হামলার লক্ষ্য হলো ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ এবং গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে তারা। লোহিত সাগরে এখন থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

হুথিদের হামলার ভয়ে যুক্তরাষ্ট্র তাদের মালিকানাধীন সব ধরনের জাহাজকে লোহিত সাগর এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার হুথিদের পুনরায় ‌‘সন্ত্রাসী তালিকাভুক্ত’ করার পদক্ষেপ নেয় বাইডেন প্রশাসন।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, হুথিরা ক্রমাগত হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ‘আনসারুল্লাহ’ নামে পরিচিত হুথি গোষ্ঠীকে বিশেষভাবে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে।

জ্যাক সুলিভান আরও বলেন, এই উপাধি হুথিদের সন্ত্রাসী তহবিল থেকে বিচ্ছিন্ন করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এ সিদ্ধান্ত আর্থিক বাজারে তাদের প্রবেশাধিকার আরও সীমিত করা এবং তাদের কর্মের জন্য তাদের জবাবদিহি করা।

তবে এই উপাধি ৩০ দিনের জন্য কার্যকর হবে না। যদি হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে তাদের আক্রমণ বন্ধ করে, তাহলে যুক্তরাষ্ট্র অবিলম্বে এটা পুনর্মূল্যায়ন করবে বলে জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

হুথি সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন উপাধি লোহিত সাগর, আরব সাগর এবং বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করা ইসরায়েলি জাহাজ বা ইসরায়েলগামী জাহাজগুলোকে আটকানোর অভিযানে কোনো ধরনের প্রভাব ফেলবে না। হুথি সংগঠন ফিলিস্তিনের জনগণকে সমর্থন দিতে তাদের অবস্থান থেকে পিছপা হবে না বলেও জানান তিনি।

এর আগে ২০২১ সালের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষের আগের দিন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুথিদের কালো তালিকাভুক্ত করেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top