বুধবার, ২৬ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


‘স্যালির’ আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র; জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭

হারিকেন স্যালির আঘাতে রাস্তার আছড়ে পড়া নৌযান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

শক্তিশালী ঘূর্ণিঝড় স্যালির আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, আলাবামা এবং লুসিয়ানা রাজ্যের উপকূলীয় এলাকা। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে উপকূলের বাড়ী-ঘর,বসতি। ঘরিবন্দি হয়ে পড়েছেন স্থানীয়রা। দুর্গত অঞ্চলে কাজ করছে প্রশাসন। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

মেক্সিকো উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড় স্যালি আঘাত হানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে। বুধবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে স্যালি’র অগ্রভাগ পৌঁছে যায় ফ্লোরিডা, অ্যালাবামা, মিসিসিপি ও লুসিয়ানা রাজ্যের উপকূলে।
উপকূলীয় এলাকা অতিক্রমের সময় ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। বুধবার মধ্যরাত পর্যন্ত চলে এর ধ্বংসযজ্ঞ। হারিকেন ২ ক্যাটাগরির ঘূর্ণিঝড় স্যালি অতিক্রমকালে জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপকূল। পানিতে ডুবে যায় সমুদ্র সৈকতের বিভিন্ন স্থাপনা, দোকানপাট, ঘরবাড়ি।

স্যালির প্রভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়। তীব্র বাতাসে রাস্তায় আছড়ে পড়ে নৌযানগুলো। উপড়ে যায় গাছপালা, বৈদ্যুতিক ঘুটি। প্লাবিত হয় ফ্লোরিডার-মিসিসিপি রাজ্যের সড়ক। ঘরবন্দি হয়ে পড়েন উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা।

এদিকে, হ্যারিকেনের তাণ্ডবে ভেঙ্গে পড়েছে যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যের যোগাযোগ ব্যবস্থা। নেই বিদ্যুৎ সংযোগও। এমন অবস্থায় জরুরী অবস্থা জারি করা হয়েছে অ্যালাবামা, ফ্লোরিডা ও মিসিসিপি অঙ্গরাজ্যে।
হোয়াইট হাউজের প্রেস সচিব কালেহি ম্যাকেনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে কাজ করছে প্রশাসন।

তবে করোনা মহামারীর সময় এমন দুর্যোগে জরুরি সেবা দেওয়া কঠিন হতে পারে বলে আশংকাও করেছেন মার্কিন প্রশাসনের সংশ্লিষ্টরা।

এনএফ/জুআসা/২০২০

বিস্তারিত দেখতে ক্লিক করুন:



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top