আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩১৫
সুজন হাসান | প্রকাশিত: ১২ মে ২০২৪, ১৯:৩৪
আকস্মিক আফগানিস্তানে বন্যায় মাত্র দুই দিনের ব্যবধানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন শতাধিক। আজ রবিবার দেশটির তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫ জনে এবং এ সময় আহত হয়েছে আরও অন্তত ১৬০০ জন।
গ্রামবাসী নিহতদের দেহ সমাধিস্থ করছে এবং সাহায্য সংস্থাগুলো বিপর্যয় বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। তালেবান চালিত শরণার্থী মন্ত্রণালয় বলেছে, ইতিমধ্যে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদি পশু নিশ্চিহ্ন হয়েছে।
অন্যদিকে সহায়তা গোষ্ঠীগুলো স্বাস্থ্যসেবা সুবিধা এবং পানি সরবরাহের মতো অত্যাবশ্যক অবকাঠামোর ক্ষতির বিষয়ে সতর্ক করেছে। রাস্তাগুলো কাদায় ঢেকে আছে।
বাঘলান প্রদেশের নাহরিন জেলার বাসিন্দারা মৃতদেহগুলো একটি কবরস্থানে নিয়ে যায়। পরিবারের ১৩ সদস্যকে হারানো মুহাম্মদ ইয়াহকুব বলেন, আমাদের খাবার নেই, পানি নেই, আশ্রয় নেই, কম্বল নেই, কিছুই নেই, বন্যা সব কিছু ধ্বংস করেছে।
এক বিবৃতিতে তালেবানের অর্থনীতি মন্ত্রী দিন মোহাম্মদ হানিফ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘ, মানবিক সংস্থা এবং বেসরকারি ব্যবসাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
শরণার্থী মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে, হতাহতের সর্বশেষ সংখ্যাটি তাদের বাঘলান প্রাদেশিক কার্যালয় থেকে এসেছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবারের বন্যায় ১৫৩ জনের মৃত্যুর খবর দিয়ে সে সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছিল।
২০২১ সালে বিদেশি বাহিনী প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে তালেবানরা দায়িত্ব নেওয়ার পরে দেশটি একটি সাহায্যের ঘাটতির মুখোমুখি হয়েছে।
সেভ দ্য চিলড্রেনের আফগানিস্তানের পরিচালক আরশাদ মালিক বলেন, জীবন ও জীবিকা ভেসে গেছে। আকস্মিক বন্যা গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে, ঘরবাড়ি ভেসে গেছে এবং গবাদিপশু মারা গেছে।
বিষয়: আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩১৫ আফগানিস্তানে আকস্মিক বন্যা আকস্মিক বন্যা আফগানিস্তান বন্যা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।