বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প

Nasir Uddin | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৫, ১৬:১১

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন জো বাইডেনের শাসনামলের জারি করা ৭৮টি নির্বাহী আদেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছে আমেরিকা। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশে সই করেছেন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল অ্যারেনায় সমর্থকদের সামনেই এই পদক্ষেপ নেন নতুন প্রেসিডেন্ট।

পরে ওভাল অফিসে গিয়ে আরও কিছু নির্বাহী আদেশে সই করেন তিনি। এর মধ্যে রয়েছে আমেরিকার দক্ষিণ সীমান্তে ‘জরুরি অবস্থা’ ঘোষণা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যু নিয়ে একটি আদেশ। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্ত দেড় হাজার মানুষকে সাধারণ ক্ষমা।

এর আগে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ট্রাম্প বলেন, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ তিনি বাতিল করবেন।

তার কিছুক্ষণ পরই ট্রাম্প বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন এবং স্থগিতাদেশে সই করার পর জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান।

ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন জো বাইডেন।
সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে পরিবারের সদস্যসহ রেকর্ডসংখ্যক ব্যক্তিকে আগাম ক্ষমা করেন বাইডেন।

নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, এমন শঙ্কা থেকেই এই কাজ করেছেন তিনি।
আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ার আগমুহূর্তে এত বেশিসংখ্যক ব্যক্তিকে এভাবে ক্ষমা করেননি। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের দুই ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top