রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ইরানের বন্দরে শক্তিশালী বিস্ফোরণে নিহত ২৫, আহত বেড়ে ৮০০

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ১৩:৫৯

ছবি: সংগৃহীত

ইরানের একটি প্রধান বন্দর এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন কমপক্ষে ৮০০ জন। রবিবার (২৭ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার সকালে দক্ষিণ ইরানের শাহিদ রাজাই-তে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি বান্দার আব্বাস শহরের কাছে অবস্থিত দেশের বৃহত্তম বাণিজ্যিক বন্দর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের কম্পন ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূর থেকেও অনুভূত হয়েছে।

বিবিসি যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুন ধীরে ধীরে বাড়তে বাড়তে এক পর্যায়ে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি করে। এরপর আতঙ্কিত মানুষ ছুটোছুটি করতে থাকে, আর রাস্তায় পড়ে থাকা আহতদের চারপাশে ছড়িয়ে থাকে ধোঁয়া আর ধ্বংসাবশেষ।

একজন প্রত্যক্ষদর্শী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, গোটা গুদামঘর ধোঁয়া, ধুলা আর ছাইয়ে ভরে গিয়েছিল। আমি ঠিক মনে করতে পারছি না—আমি নিজে টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলাম, নাকি বিস্ফোরণের অভিঘাতে ছিটকে সেখানে পড়েছিলাম।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, আগুন এক কনটেইনার থেকে আরেকটিতে ছড়িয়ে পড়ছে। নিরাপত্তার স্বার্থে বন্দরের আশেপাশের সব স্কুল ও অফিস রোববার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি বেসরকারি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা, অ্যাম্ব্রে ইন্টেলিজেন্স, জানিয়েছে, বিস্ফোরণে আক্রান্ত কনটেইনারগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহৃত কঠিন জ্বালানি রাখা ছিল বলে তারা ধারণা করছে। সংস্থাটি আরও জানায়, মার্চ ২০২৫ সালে একটি ইরানি পতাকাবাহী জাহাজ শাহিদ রাজাই বন্দরে সোডিয়াম পারক্লোরেট রকেট ফুয়েল নামিয়ে ছিল।

ফাইন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়, চীন থেকে ইরানে দুটি জাহাজে করে এই ধরনের জ্বালানি সরবরাহ করা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি অগ্নিকাণ্ডের সূত্র ধরে দাহ্য পদার্থভর্তি খোলা কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

কাস্টমস কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানিয়েছে, বিপজ্জনক রাসায়নিক ও ঝুঁকিপূর্ণ পদার্থ সংরক্ষণের স্থানে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে, অ্যাম্ব্রে ইন্টেলিজেন্স জানিয়েছে, ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এর আগেই শাহিদ রাজাই বন্দর কর্তৃপক্ষকে রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছিল।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি ‘পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখতে’ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনিকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।

শহিদ রাজয়ি বন্দর ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। এটি ইরানের সবচেয়ে উন্নত কনটেইনার বন্দর বলে জানিয়েছে ইরনা। এটি বন্দর আব্বাস শহরের ২৩ কিলোমিটার পশ্চিমে এবং হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত। এই প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহণ করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top