গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো নিহত ৪৩ ফিলিস্তিনি

Nasir Uddin | প্রকাশিত: ৩ মে ২০২৫, ১০:৫২

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বিমান হামলা অন্তত ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৭৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। শনিবার (৩ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫২ হাজার ৪১৮ জন এবং ১ লাখ ১৮ হাজার ৯১ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় পূর্ণমাত্রার অভিযান শুরু করে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। শুক্রবারের সর্বশেষ হামলার পর থেকে এখন পর্যন্ত দেড় বছরে মোট ৫২ হাজার ৪১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৯১ জনে। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা প্রায় ৫৬ শতাংশ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে আকস্মিক হামলা চালায়। এলোপাতাড়ি গুলিতে নিহত হন প্রায় ১ হাজার ২০০ জন, আর ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় তারা।

এই ঘটনার পরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। টানা ১৫ মাসের অভিযান শেষে আন্তর্জাতিক চাপে ২০২৪ সালের ১৯ জানুয়ারি একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে বন্দি বিনিময় ও জিম্মিদের মুক্তির বিষয়ে মতপার্থক্যের কারণে যুদ্ধবিরতি টিকতে পারেনি। গত ১৮ মার্চ থেকে ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার অভিযানে দেড় মাসের মধ্যে নিহত হয়েছেন আরও ২ হাজার ৩০০ জনের বেশি এবং আহত হয়েছেন প্রায় ৬ হাজার ফিলিস্তিনি।

হামাসের হাতে নেওয়া ২৫১ জন জিম্মির মধ্যে এখনও প্রায় ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করছে আইডিএফ। তাদের উদ্ধারে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top