শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারত ও পাকিস্তানে উত্তেজনার পারদ, অপারেশন সিঁদুর বদলার নাম বানিয়ান মারসুস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ মে ২০২৫, ১১:২৬

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ যেন বেড়েই চলেছে। ভারতের অপারেশন সিঁদুর বদলা নিচ্ছে পাকিস্তান। নাম দিয়েছে অপারেশন বানিয়ান মারসুস। ভোরে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ। আকাশে আলোর ঝলকানি। পরে শহরজুড়ে পুরো ব্ল্যাকআউট। অপারেশন বানিয়ান মারসুস। আরবি শব্দটির অর্থ দাঁড়ায় সুদৃঢ় প্রাচীর।

পাকিস্তান জানিয়েছে, তিন বিমানঘাঁটিতে ভারত যে হামলা করেছে এটা তার পাল্টা জবাব। ভারতের বিয়াসে ব্রাহ্মোস মিসাইলের সংরক্ষণাগার উড়িয়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মোস হচ্ছে দীর্ঘ পাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উধমপুর বিমানঘাঁটি এবং ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতেও ভয়াবহ হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকার এক্স-এ লিখেছে, ভারতকে এখন পাকিস্তানের জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী মাতৃভূমি, আকাশসীমা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় পুরো প্রস্তুত।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্র ও শনিবার মাঝ রাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাতের ভুজ পর্যন্ত ২৬টি জায়গায় ড্রোন দেখা গিয়েছে। এসব সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল। ভারত জানিয়েছে, তাদের সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ড্রোন প্রতিরোধী ব্যবস্থাপনা দিয়ে হামলা মোকাবেলা করা হচ্ছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জনকে হত্যা করার জেরে গত ৭ এপ্রিল মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এরপর থেকে হামলা-পাল্টা হামলা চলছে পারমানবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top