বুধবার, ২৬ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


যুক্তরাষ্ট্রের চেষ্টা প্রতিহত করতে জাতিসংঘে ইরানের চিঠি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৮

জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি তাখতে রাভানচি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র নিষেধাজ্ঞা’ প্রতিহত করতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে ইরান। জাতিসংঘকে লেখা চিঠিতে এ কথা বলেন ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি। শনিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদকে এ চিঠি দেন তিনি। সারাবিশ্বের বিরোধিতা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্র যে চেষ্টা চালাচ্ছে, তা প্রতিহত করতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানান ইরানের প্রতিনিধি।

তাখতে রাভানচি অভিযোগ করেন, কথিত স্ন্যাপব্যাক মেকানিজমের নামে যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছাকে চাপিয়ে দিতে চাইছে। অথচ নিরাপত্তা পরিষদের এই দেশ বাদে সবাই স্ন্যাপব্যাক মেকানিজম প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ কাজকে ২০১৫ সালে স্বাক্ষর হওয়া পরমানু সমঝোতা ধ্বংসের চেষ্টা বলে উল্লেখ করেন তিনি। অপর এক টুইট বার্তায় জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি জানান, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এর সাথে আর অংশীদারিত্ব নেই যুক্তরাষ্ট্রের। ফলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্ন্যাপব্যাক মেকানিজম চালুর প্রচেষ্টা বাতিল বলেই গণ্য হচ্ছে।

এদিকে ১৯ সেপ্টেম্বর রাতে এক টকশোতে অংশ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, তার দেশের ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা নেই। অস্ত্র কেনার ওপর যে সীমাবদ্ধতা রয়েছে যা অক্টোবরের শেষ নাগাদ উঠে যাবে বলেও আশা করেন তিনি।

এসএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top