নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে ভয়াবহ নৌকাডুবি। নাইজার রাজ্যের কাইনজি জলাধারে একটি নৌকা ডুবে মারা গেছেন অন্তত ৬০ জন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকালে মালালে জেলার টুংগান সুলে শহর থেকে নৌকাটি ডুগা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে একটি ডুবে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা খেয়ে নৌকাটি উল্টে যায়।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বলছে— নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল, যার মধ্যে নারী ও শিশুরাও ছিলেন। তারা ডুগা শহরে একটি শোকসভায় যাচ্ছিলেন।

এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। উদ্ধারকাজ চলছে, নিখোঁজদের খোঁজা হচ্ছে। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর।

কর্তৃপক্ষের মতে, অতিরিক্ত যাত্রী বহনই এ দুর্ঘটনার অন্যতম কারণ। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা এখনও উদ্ধার অভিযানে কাজ করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top