ইসরাইলি হামলায় ইয়েমেনি সাংবাদিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২
 
                                        ইসরাইলি বিমান হামলায় ইয়েমেনে বেশ কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাবা নিউজ এজেন্সির সাংবাদিক আব্দুল্লাহ আল বাহারি। হামলার সময় তিনি দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, সাংবাদিক আল বাহারির মৃত্যু সংবাদে গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে জেনারেল অপারেশন ফর রেডিও অ্যান্ড টেলিভিশন জানিয়েছে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে গণমাধ্যম ও সংবাদকর্মীদের লক্ষ্যবস্তু করেছে। তাদের অভিযোগ, এই হামলার মূল টার্গেট ছিল সংবাদপত্র ও গণমাধ্যম প্রতিষ্ঠান।
স্থানীয় গণমাধ্যম বলছে, হামলায় আরও কয়েকজন সংবাদকর্মী হতাহত হয়েছেন। তবে হতাহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।