বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস, অন্তত ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৫

ছবি: সংগৃহীত

আকস্মিক বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটির দুটি প্রদেশে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। প্রবল বর্ষণের পর পর্যটন দ্বীপ বালি ও ইস্ট নুসা তেঙ্গারায় বন্যা ও ভূমিধস দেখা দেয়। নদীগুলো উপচে পড়ায় অন্তত ১২০টি এলাকা প্লাবিত হয়, ভেসে যায় ঘরবাড়ি।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, নিখোঁজদের খুঁজতে এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ৬০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। এখনো অন্তত দুইজন নিখোঁজ।

৫০০-র বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বালির রাজধানী দেনপাসারে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো দ্রুত উদ্ধার কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসন বলছে— পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top