কাতারের প্রধানমন্ত্রী ও ট্রাম্পের বৈঠক
দোহা, কাতার | অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসীম আল আলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই নেতা মূলত সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আক্রমণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইসরায়েলের এ ধরনের আগ্রাসন নিয়ে তিনি গভীরভাবে অখুশি।
ট্রাম্প বলেন, “কাতারের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। তবে খুব দ্রুতই এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।”
কূটনৈতিক মহলে বৈঠকটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্র–কাতার সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে আলোচনার ফলাফল নজরে রাখছে আন্তর্জাতিক মহল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।