নেপালে পার্লামেন্ট ভাঙল, মার্চে নির্বাচন হবে ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৯

নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী বছরের মার্চে সাধারণ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
শপথ গ্রহণের পর কার্কি তার প্রথম সিদ্ধান্তে প্রতিনিধি পরিষদ ভাঙার সুপারিশ করেন। তিনি ছোট মন্ত্রিসভার নেতৃত্বে ৬ মাসের জন্য দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব পাবেন।
রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেলের দপ্তর জানিয়েছে, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শেষে কার্কির নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। আন্দোলনকারীরাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তাব করেছিলেন।
সপ্তাহজুড়ে চলা ‘জেন জি আন্দোলন’-এ অন্তত ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। আন্দোলন শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের কারণে।
সুশিলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। সততা, দুর্নীতিবিরোধী অবস্থান ও দৃঢ়তার জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।