লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ, সরকার বদলের ডাক মাস্কের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০১

লন্ডনে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম ডানপন্থি বিক্ষোভ।শনিবারের এই সমাবেশে এক লাখেরও বেশি মানুষ অংশ নেন। টমি রবিনসনের আয়োজিত ‘ইউনাইট দ্য কিংডম’ নামের পদযাত্রায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়।
এতে আহত হন ২৬ জন পুলিশ কর্মকর্তা, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ২৫ জনকে।
ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক ব্রিটেনে সরকার পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, ব্যাপক অভিবাসন দেশটির ক্ষয়কে দ্রুততর করছে। ফরাসি ডানপন্থি নেতা এরিক জেমুরও দাবি করেন, ইউরোপে জনসংখ্যার প্রতিস্থাপন চলছে।
এদিকে পাল্টা বিক্ষোভে অংশ নিয়ে কয়েক হাজার মানুষ অভিবাসন ও বহুত্ববাদের পক্ষে অবস্থান নেন। অভিবাসন ইস্যু এখন যুক্তরাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে—যা অর্থনৈতিক সংকটকেও ছাপিয়ে গেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।