সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়ার ১.৫ মিলিয়ন মানুষের জীবন হুমকিতে
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫

অস্ট্রেলিয়ার সমুদ্রতীরবর্তী অঞ্চলে বসবাসকারী প্রায় ১.৫ মিলিয়ন মানুষ আগামী ২০৫০ সালের মধ্যে সরাসরি হুমকির মুখে পড়তে পারে। জলবায়ু গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উপকূলীয় অঞ্চলে বসবাসরত লাখো মানুষের জীবন-জীবিকা ঝুঁকিতে পড়বে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ায় আগামী বছরগুলোতে অতিরিক্ত গরম, ভয়াবহ বন্যা, সাইক্লোন, খরা ও বনাঞ্চলে আগুন (বুশফায়ার) আরও তীব্র আকার ধারণ করতে পারে।
অস্ট্রেলিয়ার জলবায়ু গবেষণা কেন্দ্রের মতে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জলবায়ু বিষয়ক অস্ট্রেলিয়ার মন্ত্রী বলেন- “আমরা এ ব্যাপারে সতর্ক আছি এবং প্রতি বছরই সুরক্ষা ব্যবস্থা জোরদার করছি। তবে এসব প্রস্তুতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য বিপর্যয় সম্পর্কে ধারণা দেবে।”
গবেষকরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যেই অস্ট্রেলিয়ার উপকূলীয় জীবনযাত্রায় ভয়াবহ পরিবর্তন নেমে আসতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।