দোহায় আরব বিশ্বের নেতাদের জরুরি সমিট, ইসরাইলের হামলার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬

ফাইল ছবি

কাতারের রাজধানী দোহায় আরব বিশ্বের নেতৃবৃন্দ এক জরুরি সমিটে মিলিত হয়েছেন। ইসরাইলের সাম্প্রতিক বোমা হামলায় আরব নেতাদের লক্ষ্য করে সংঘটিত ঘটনাটি তীব্র আকার ধারণ করায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সমিটে নেতৃবৃন্দ বলেন, এ হামলা অত্যন্ত নিন্দনীয় ও বর্বরোচিত। তারা উল্লেখ করেন, এ ধরনের হামলা আরব বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

জরুরি বৈঠকে আরব লীগের নেতৃত্বে নেতারা একত্রিত হয়ে ইসরাইলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তারা স্পষ্টভাবে জানান-এ হামলার জন্য ইসরাইলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top