ভারতের উত্তরপ্রদেশে নৌকাডুবি, অন্তত ২৫ জনের মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বেলদান্ডা এলাকায় ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। ঈদ উপলক্ষে নৌকায় অতিরিক্ত যাত্রী তোলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, অতিরিক্ত যাত্রী নিয়ে নদীর মাঝপথে হঠাৎ নৌকাটি দুলতে শুরু করলে একপর্যায়ে তা উল্টে যায়। সঙ্গে সঙ্গেই পানিতে তলিয়ে যায় নৌকায় থাকা যাত্রীরা। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় নামলেও অনেকে আর বাঁচতে পারেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকার অতিরিক্ত যাত্রীই এ দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খুঁজে পেতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি প্রশাসনকে দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top