বাড়ির ছাদ ভেদ করে পড়ল মাটির লাম্পট, ভাইরাল ভিডিও
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯

রাজস্থানের কুরুকের একটি বাড়ির ছাদে হঠাৎ আছড়ে পড়েছে আকাশ থেকে আসা এক অদ্ভুত বস্তু। মাটির তৈরি লাম্পট সদৃশ ওই বস্তুটি পড়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় হঠাৎ আকাশ থেকে একটি বস্তু শব্দ করে নিচে নেমে আসে। সেটি বাড়ির টিনের চাল ভেদ করে সরাসরি ছাদে আঘাত হানে। পরে দেখা যায়, বস্তুটি আসলে বড়সড় একটি মাটির লাম্পট। স্থানীয়দের ধারণা, এটি হয়তো আকাশে ওড়া কোনো পাখির বাসা থেকে পড়ে এসেছে অথবা কারও ফেলা কোনো জিনিসপত্র।
ঘটনার পর এলাকাজুড়ে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। অনেকেই ওই অদ্ভুত বস্তুটি দেখতে ছুটে আসেন। ভিডিওতে দেখা যায়, কিছু মানুষ বস্তুটি হাতে নিয়ে পরীক্ষা করার চেষ্টা করছেন, আবার কেউ কেউ ভিডিও ধারণ করছেন।
ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে প্রাকৃতিক ঘটনা বলে দাবি করেছেন, আবার কেউ মনে করছেন এটি হতে পারে কোনো বৈজ্ঞানিক গবেষণার অংশ।
তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।