রাজকীয় নৈশভোজে ট্রাম্প–চার্লসের বন্ধুত্বের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯

ছবি: সংগৃহীত

আমেরিকা ও যুক্তরাজ্যের বন্ধুত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের রাজা চার্লস আয়োজিত রাজকীয় নৈশভোজে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “আমেরিকা ও গ্রেট ব্রিটেনের বন্ধুত্বের বন্ধন আগামী দিনগুলোতে আরও দৃঢ় হবে।”

ভোজসভায় ট্রাম্পের বক্তব্যের জবাবে রাজা চার্লস বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আরও মনোযোগী ভূমিকা প্রয়োজন। তিনি আরও যোগ করেন, “আমেরিকা এবং ব্রিটেনের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক ক্ষেত্রেও বন্ধুত্বকে আমরা আরও সুদৃঢ় করতে চাই। আমাদের জাতীয় মূল্যবোধ রক্ষায় আমরা একসঙ্গে লড়াই করে যাচ্ছি।”

উইন্ডসর প্রাসাদে আয়োজিত এ রাজকীয় ভোজে উপস্থিত ছিলেন রানি ক্যামিলা ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা। সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে তারা আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান।

রাষ্ট্রীয় এ সফর আজই শেষ হবে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top