লিবিয়া থেকে ফেরত আসছেন ১৭৬ বাংলাদেশি অভিবাসী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮

ছবি: রয়টার্স

ইউরোপে ভালো জীবনের আশায় অবৈধ পথে লিবিয়া হয়ে যাত্রা করেছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। মাসের পর মাস বন্দি জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন ১৭৬ জন বাংলাদেশি।

বৃহস্প‌তিবার (১৮ সেপ্টেম্বর) সকালেই তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বুধবার লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।  

বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি জানিয়েছে, লিবিয়ার আইন অনুযায়ী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করে ডিটেনশন সেন্টারে রাখা হয়। এসব কেন্দ্রে মানবেতর পরিস্থিতিতে থাকতে হয় বন্দিদের। প্রাথমিক চিকিৎসা, পর্যাপ্ত খাদ্য কিংবা নিরাপদ আবাসনের ব্যবস্থা নেই। অনিশ্চয়তার মধ্যেই মাসের পর মাস কাটে তাদের জীবন।

উল্লেখ্য, প্রতিদিনই অসংখ্য বাংলাদেশি যুবক দালাল ও ট্রাভেল এজেন্টদের প্রলোভনে পড়ে অবৈধভাবে ইউরোপমুখী যাত্রায় নামছেন। জমি-জমা বিক্রি করে বিপুল অর্থ খরচ করেও শেষ পর্যন্ত অনেকে আটকা পড়ছেন লিবিয়ায়।

 

নি/ফ্য/মিঠু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top