ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগাল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সঙ্গে একযোগে এই ঘোষণা দেওয়া হবে।
পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। আগামী রবিবারের মধ্যেই এ ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনের স্বাধীনতা স্বীকৃতির এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং শান্তি প্রতিষ্ঠায় এটি নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকদের মত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।