ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৭০ জন নিহত, আহত ১৪৭
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ০৮:৩২

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪৭ জনের বেশি। নিখোঁজ রয়েছেন অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। প্রাথমিকভাবে এটি ৭ মাত্রার বলে জানানো হলেও পরে সংশোধন করা হয়।
ভূমিকম্পের উৎপত্তি ছিল সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে। ইউএসজিএস জানায়, বোহল প্রদেশের কালাপে পৌরসভা থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে, ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে সমুদ্রে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। ওই এলাকায় প্রায় ৩৩ হাজার মানুষের বসবাস রয়েছে।
শক্তিশালী এই ভূমিকম্পে সেবু দ্বীপে একাধিক ভবন ধসে পড়েছে। এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্প থেকে তাৎক্ষণিকভাবে বড় ধরনের সুনামির ঝুঁকি নেই। তাই বাড়তি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।