ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ০৯:১১

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪০ জনের বেশি মানুষ। কর্মকর্তারা জানিয়েছেন, ভেঙে পড়া ভবনে উদ্ধারকাজ অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার কিছু আগে (বাংলাদেশ সময় বিকেল ৮টা) ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো সিটির উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং শত বছরেরও বেশি পুরোনো একটি গির্জাসহ একাধিক ভবন ধসে পড়ে।

 

প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস করা জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেবু প্রদেশের উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সান রেমিজিও শহরকে ‘দুর্যোগ এলাকা’ ঘোষণা করা হয়েছে। শহরের সহকারী মেয়র আলফি রেইনেস জানান, বন্যার মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, পানির সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় তীব্র সংকট তৈরি হয়েছে। তিনি জরুরি খাদ্য, পানি ও ভারী যন্ত্রপাতির সহায়তা চেয়েছেন।

 

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি বোগো সিটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার হাসপাতালের রোগীদের সরিয়ে নিতে হয়েছে এবং আফটারশকের কারণে অনেক মানুষ রাস্তায় বা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

 

ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এখন পর্যন্ত একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৬। তবে সুনামির কোনো আশঙ্কা নেই।

 

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ফিলিপাইন প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্ত হয়। এ বছরের জানুয়ারিতে দুটি বড় ভূমিকম্প হলেও কোনো প্রাণহানি ঘটেনি। আর ২০২৩ সালে ৬.৭ মাত্রার এক ভূমিকম্পে আটজনের মৃত্যু হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top