মরক্কোতে জেন-জির ধাক্কা: গণবিক্ষোভ, গ্রেপ্তার ও সংলাপের উদ্যোগ
রাবাত/কাসাব্লাঙ্কা: | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৪:৪২

মরক্কোতে তরুণদের নেতৃত্বে জেন-জি বিক্ষোভের ঢেউ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্য সংস্কারের দাবিতে কয়েক দিনের বিক্ষোভের পর সোমবার পুলিশ গণগ্রেপ্তার শুরু করেছে।
স্থানীয় অধিকার গোষ্ঠী ও সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, রাবাত, কাসাব্লাঙ্কা, আগাদির, টাঙ্গিয়ার ও ওজদা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনলাইনে বিক্ষোভ আহ্বানের পর কর্তৃপক্ষ তরুণদের একত্রিত হতে বাধা দিচ্ছে। এএফপি ও রয়টার্স জানায়, রাবাতে স্লোগান দেওয়ার বা মিডিয়ার সঙ্গে কথা বলার সময় পুলিশ কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।
মরক্কোর মানবাধিকার সমিতির রাবাত শাখার সভাপতি হাকিম সিকুক বলেন, “সপ্তাহান্তে বেশিরভাগ আটককৃত বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া হয়েছে। তবে অনেককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।”
তবে সরকারের তরফে সংলাপেরও প্রস্তাব এসেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উচ্চ পর্যায়ের বৈঠকের পর সরকার জানিয়েছে, তরুণদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক পরিষেবা সংক্রান্ত দাবি মনোযোগ দিয়ে বিবেচনা করা হবে। জেন-জি-২১২ ও মরোক্কান ইয়ুথ ভয়েসের নেতৃত্বে বিক্ষোভের সঙ্গে বিভিন্ন বয়সের মানুষ যুক্ত হচ্ছেন।
সরকার তরুণদের দাবি শোনার জন্য সংলাপের প্রস্তুতি নিয়েছে এবং প্রয়োগযোগ্য দাবিগুলো বাস্তবায়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।