হামাসকে ৩ দিনের আল্টিমেটাম! ট্রাম্পের ‘শান্তি’ পরিকল্পনায় কী আছে?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৫:১৩

সংগৃহীত

ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে চরম সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে ট্রাম্প ঘোষণা করলেন তার বিতর্কিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনা মেনে নিতে হামাসকে মাত্র তিন থেকে চার দিন সময় দিয়েছেন। আল্টিমেটামের সঙ্গে কড়া হুঁশিয়ারি, হামাস যদি এটি প্রত্যাখ্যান করে, তবে পরিণতি হবে খুবই দুঃখজনক! ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, প্রত্যাখ্যান করলে তিনি ইসরায়েলকে ‘যা করার’ তা করতে পূর্ণ সমর্থন দেবেন।

এই ২০ দফা শান্তি পরিকল্পনায় কী আছে? এতে জিম্মি ফেরত আনা, গাজায় যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধ-পরবর্তী শাসনভারের জন্য একটি আন্তর্জাতিক ‘বোর্ড অব পিস’ গঠনের প্রস্তাব রাখা হয়েছে। ট্রাম্পের দাবি, ইসরায়েলসহ সব আরব ও মুসলিম দেশ এই পরিকল্পনায় সই করেছে।

ট্রাম্প জোর দিয়েছেন, হামাস অবিলম্বে জিম্মিদের ফেরত দিক। অন্যদিকে, কাতার জানিয়েছে— হামাস এই প্রস্তাব দায়িত্বশীলতার সঙ্গে খতিয়ে দেখছে। তবে, পরিকল্পনায় ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার যে পথ দেখানো হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এরই মধ্যে তার বিপক্ষে মত দিয়েছেন। এই আল্টিমেটামের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাখছে বিশ্ব।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top