গাজা অভিমুখী “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” হাইরিস্ক জোনে প্রবেশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৫:৪১

ছবি: সংগৃহীত

গাজা উপকূলের দিকে অগ্রসর হওয়া আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হাইরিস্ক জোনে প্রবেশ করেছে। হামলা ও বাধার সম্ভাবনা মোকাবিলায় দখলদার ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে।

বহরে উপস্থিত বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয়ান পার্লামেন্টের রিমা হাসান ও এমা ফোরেউসহ বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী মোট ৪৯৭ জন রয়েছেন।

বুধবার (১ অক্টোবর) সকালে গাজা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় বহরের দুই নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বেচ্ছাসেবীরা ইসরাইলের সম্ভাব্য হস্তক্ষেপকে দায়ী করেছেন।

নৌবহরের নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্কের ড্রোন নজরদারি অব্যাহত রয়েছে। জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে তুরস্ক রেডক্রিসেন্ট। মালয়েশিয়ার ৩৪ জন স্বেচ্ছাসেবীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম, এবং তাদের উৎসাহ দেন।

ইসরাইলের সেনাবাহিনী নৌবহরটি গাজায় প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে এবং কমান্ডোদের অভিযানের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। এর আগেও নৌবহরের যাত্রাপথে ইসরাইলি বাহিনী ড্রোন হামলা চালিয়েছে।

সূত্র: রয়টার্স



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top