গাজামুখী ফ্লোটিলায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৭:০৮

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ । ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো আটকাতে হামলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। ইতোমধ্যেই আসোদ বন্দরে বিশেষ প্রস্তুতি নিয়েছে দেশটির নৌবাহিনী।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে, প্রায় ৪০টি জাহাজে বিশ্বের বিভিন্ন দেশের শত শত অধিকারকর্মী মানবিক ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাচ্ছেন। তাদের থামাতে নৌবাহিনী ও এলিট ইউনিট সায়েতেত ১৩ মোতায়েন থাকবে।

প্রতিবেদনে বলা হয়, অধিকারকর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করা হবে। এ সময় কেউ নির্দেশনা না মানলে তাদের কারাগারে নেওয়া হবে। যারা মানবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। আটককৃতদের সাময়িকভাবে কেতজিয়োত কারাগারে রাখা হবে।

জাহাজগুলোর মধ্যে কিছু আসোদ বন্দরে আনা হবে, আর বাকিগুলো ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। এ জন্য বন্দরের আশপাশের হাসপাতালগুলোতে জরুরি প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অধিকারকর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি নৌ সেনারা যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে। ইতোমধ্যে আসোদ বন্দরে প্রায় ৫০০ পুলিশ মোতায়ে করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্লোটিলা এখন গাজা উপকূল থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে।

সূত্র: আলজাজিরা, ইয়েনেত নিউজ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top