ইসরাইলি হুমকি উপেক্ষা করে গাজার পথে সর্ববৃহৎ নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৮:৩৬

সংগৃহীত

ইসরাইলি হুমকি-ধমকিকে উপেক্ষা করে গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌবহর—দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইতোমধ্যে নৌবহরটি প্রবেশ করেছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়, ফলে বেড়েই চলেছে উত্তেজনা।

বুধবার (১ অক্টোবর) দুপুর নাগাদ বহরটি গাজার প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে পৌঁছে যায়। এসময় বহরে থাকা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের পতাকা হাতে একটি ছবি প্রকাশ করেন। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে নেটিজেনরা তার জন্য প্রার্থনা জানাতে থাকেন।

এদিকে গাজাবাসীকে ইসরাইলি আগ্রাসন থেকে রক্ষার এই উদ্যোগে বাংলাদেশি নাগরিক শহিদুল আলমের অংশগ্রহণে কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে শহিদুল আলমের ছবি প্রকাশ করে বলা হয়—

“ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী, শিক্ষাবিদ এবং কর্মী শহিদুল আলমকে গর্বের সাথে কৃতজ্ঞতা জানাচ্ছে, যিনি গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন এবং ইসরাইল কর্তৃক গাজার অবৈধ অবরোধ ভাঙার এই ঐতিহাসিক মিশনে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি হয়েছেন।”

শহিদুল আলমকে উদ্ধৃত করে সেখানে আরও বলা হয়,

“আমি বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি, তবে বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা আমার সাথে বহন করছি। গাজায় যা ঘটছে তা গণহত্যা। এই সংগ্রামে আমরা যদি পরাজিত হই, তাহলে মানবতা নিজেই পরাজিত হবে।”

অন্যদিকে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তায় একাধিক ড্রোন দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে তুরস্ক। বহরে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে দেশটির রেডক্রিসেন্ট। এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহরে থাকা দেশটির ৩৪ জন নাগরিকের সঙ্গে কথা বলে তাদের সাহস জুগিয়েছেন।

আন্তর্জাতিক মহলে এই অভিযাত্রা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top