গাজা অভিমুখী ফ্লোটিলার দিকে এগোচ্ছে ইসরায়েলের যুদ্ধজাহাজ: যেকোনো সময় হামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ০১:২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা ঘিরে ইসরায়েলের যুদ্ধজাহাজ এগোচ্ছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এ তথ্য ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন।
বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোটবড় জাহাজে করে গাজার দিকে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙার মিশন নিয়েছেন।
তবে ইসরায়েল সতর্কতা দিয়েছে, ত্রাণবাহী এসব জাহাজ যেন গাজা উপকূলের দিকে এগোচ্ছে না। তবুও অধিকারকর্মীরা তাদের যাত্রা চালিয়ে যাচ্ছিলেন।
ইসরায়েলি অবরোধ ভাঙার মিশন শুরু করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এক বিবৃতিতে জানিয়েছে, হয়ত এক ঘণ্টার মধ্যে ইসরায়েলি জাহাজ হামলা চালাতে পারে।
রাডারে দেখা গেছে, সুমুদ ফ্লোটিলার জাহাজের দিকে অন্তত ১২টি ইসরায়েলি যুদ্ধজাহাজ এগোচ্ছে। এ সময় ইসরায়েল সিগন্যাল জ্যামিং শুরু করেছে, যার ফলে কিছু ফ্লোটিলা জাহাজের সঙ্গে অন্য জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সূত্র: রয়টার্স
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।