গাজামুখী ৩৯ জাহাজ আটকাল ইসরায়েল, গ্রেটা থুনবার্গসহ আটক শত শত অধিকারকর্মী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ১৬:৫৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার ৩৯টি জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। আয়োজকরা জানিয়েছেন, এ ঘটনায় মাত্র একটি জাহাজ এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে।
আটক হওয়া জাহাজগুলোতে ছিলেন সুপরিচিত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ প্রায় ৫০০ অধিকারকর্মী। আন্তর্জাতিক জলসীমায় গতকাল রাতে ইসরায়েলি নৌ কমান্ডোরা জাহাজগুলোতে হামলা চালায়। লাইভ ক্যামেরা ফিডে দেখা গেছে, অস্ত্রসস্ত্র হাতে ইসরায়েলি সেনারা জাহাজে উঠছে, আর ওই সময় যাত্রীরা হাত উঁচু করে আত্মসমর্পণ করছেন।
পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় গ্রেটা থুনবার্গকে সেনারা ঘিরে রেখেছে। তারা দাবি করেছে, গ্রেটা ও তার সঙ্গীরা সুস্থ আছেন।
আগস্টের শেষ দিকে ৪০টিরও বেশি জাহাজে খাবার ও ওষুধ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন আন্তর্জাতিক অধিকারকর্মীরা। এ অভিযানে আইনজীবীরাও ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
প্রথমদিকে স্পেন ও ইতালি নিজেদের নৌবাহিনী দিয়ে এবং তুরস্ক ড্রোনের মাধ্যমে ফ্লোটিলার নিরাপত্তা দিচ্ছিল। তবে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এসব দেশের কোনো সহায়তা ছিল না।
এ ঘটনায় তুরস্ক তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লোটিলার ওপর এই হামলা একটি ‘সন্ত্রাসী হামলা’।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।