গাজার খুব কাছাকাছি চলে এসেছি: শহিদুল আলম
Mithu Murad | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ২৩:৩৯

ফিলিস্তিনের গাজার খুব কাছাকাছি চলে গেছেন বলে জানিয়েছেন বিশিষ্ট বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। এর আগে এক ভিডিও বার্তায় জানান, তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন তবে সঙ্গে থাকা চিকিৎসকরা তার খেয়াল রাখছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা এবং রাত ১০টার দিকে পৃথক ভিডিও বার্তা দেন তিনি। সেখানেই এসব তথ্য জানান তিনি।
৪৩টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করেছিল ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। জাহাজগুলোর মধ্যে একটি বাদে বাকি সব জাহাজ আটক করার কথা জানিয়েছে ইসরায়েল। তবে আদৌ এতগুলো জাহাজ আটক করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
সর্বশেষ ভিডিও পোস্টটি জাহাজ থেকে বাইরের দৃশ্যসহ তুলে ধরেছেন শহিদুল আলম। ভিডিওতে তিনি জাহাজ আটকের বিষয়ে কিছু বলেননি। ক্যাপশনে তিনি লেখেন, মানুষ আমাকে কেমন আছি তা জিজ্ঞাসা করছে। আপনাদের আলাদা করে উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। আজ বমি করে পরে পড়ে গিয়েছিলাম, কিন্তু তেমন গুরুতর কিছু হয়নি। ২০ জন ডাক্তার এবং নার্স থাকায় জাহাজে চিকিৎসার দিক থেকে আমরা সম্ভবত সবচেয়ে ভালো দেখাশোনা পাচ্ছি। আমি যে মনোযোগ পেয়েছি তা আমার খুব ভালো লেগেছে। আমার ভাগ্নী মাওলি বলতো আমি একজন ডাম্রা কুইন। আমি গাজার কাছাকাছি চলে এসেছি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।