গাজায় ইসরায়েলের সামরিক অভিযান স্থগিত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১১:০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার ঘোষণার পর ইসরায়েলি সরকার গাজা উপত্যকায় সামরিক কার্যক্রম সীমিত করার নির্দেশ দিয়েছে। সেনাবাহিনীকে বলা হয়েছে কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে এবং আক্রমণাত্মক অভিযান থেকে বিরত থাকতে।
শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নপ্রাপ্ত আর্মি রেডিও নেটওয়ার্কের সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে (পূর্বে টুইটার) পোস্ট করে নিশ্চিত করেন যে, এর ফলে গাজা সিটি দখলের চলমান অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।
এর আগের রাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, যুদ্ধ বন্ধ হলে তারা সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় বসতেও আগ্রহী।
হামাসের ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান, যাতে জিম্মিদের নিরাপদ মুক্তির পথ তৈরি হয়।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে। এদিকে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির আইডিএফকে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
সূত্র: বিবিসি, আল জাজিরা
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।