গাজার ফ্লোটিলা আটক: বিশ্বজুড়ে বিক্ষোভ, নতুন বহরের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১১:০৩

গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সাহায্যবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব। আন্তর্জাতিক সমুদ্রসীমায় ফ্লোটিলার শেষ নৌযান ‘ম্যারিনেট’-এ ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে ৪২টি নৌযান আটক করে, যা এক মাসের প্রচেষ্টাকে থামিয়ে দেয়।
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার পর্যন্ত ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্পেনের বার্সেলোনায় ১৫ হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন।
বিক্ষোভের ঢেউ আয়ারল্যান্ড, ইতালি ও ফ্রান্সের মতো দেশগুলোতেও পৌঁছায়। ইতালিতে ইউনিয়নগুলো সাধারণ ধর্মঘট ডাকে, যাতে ২ লাখের বেশি মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা গাজা অবরোধ ভাঙার জন্য ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।
তবে, ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে—তারা দমে যাননি। ইতিমধ্যেই ১১টি নতুন নৌযান গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই নতুন বহরে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমসহ প্রায় ১০০ জন সাংবাদিক ও চিকিৎসক রয়েছেন। এদিকে, আটক হওয়া মানবাধিকারকর্মীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।