জিম্মি মুক্তির শর্তে ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১১:১৪

গাজায় যুদ্ধ বন্ধের জন্য এবার বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে তিনি ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। এই প্রস্তাবের মূল লক্ষ্য গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি।
ট্রাম্পের এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, হামাস যুদ্ধবিরতিতে রাজি হলে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। এরপরই গাজার নিয়ন্ত্রণ হামাসকে ছেড়ে দিয়ে একটি ‘শান্তি প্রশাসন’ গঠন করা হবে।
প্রথমে ট্রাম্প হামাসকে আলটিমেটাম দিয়েছিলেন যে, রোববারের মধ্যে প্রস্তাব না মানলে গাজায় নরক নেমে আসবে। কিন্তু, এর কয়েক ঘণ্টা পরেই আসে নাটকীয় মোড়। হামাস জানায়, তারা শান্তি পরিকল্পনার কিছু বিষয়ে আংশিক সম্মতি দিতে প্রস্তুত। তারা যুদ্ধ বন্ধ হলে সকল ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি।
হামাসের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৩ অক্টোবর) ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি বলেন, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। তাই ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে। ট্রাম্প মনে করেন, চলমান সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা খুবই বিপজ্জনক। মধ্যপ্রাচ্যে আলোচনায় সহায়তার জন্য তিনি কাতার, তুরস্কসহ বেশ কয়েকটি দেশকে ধন্যবাদও জানান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।