ইসরাইল গাজায় বিমান হামলা চালিয়েছে, ৭ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৩:৩৬

গাজা শহর ও উপত্যকায় ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত সাতজন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, হামাস সমঝোতায় রাজি হওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বান উপেক্ষা করে এই অভিযান চালানো হয়েছে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানিয়েছেন, রাতভর চলা হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে। গাজা শহরের ব্যাপ্টিস্ট হাসপাতালও তুফাহ পাড়ার একটি বাড়িতে হামলায় নিহত ও আহতদের গ্রহণ করেছে। নিহতদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত। খান ইউনুস-এর নাসের হাসপাতালে এক শিবিরে ড্রোন হামলায় দুই শিশু নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। হামাস কিছু শর্ত মেনে জিম্মিদের মুক্তির প্রস্তাব দেয়ার পর এই আহ্বান জানান ট্রাম্প। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ার পর তারা ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তির প্রস্তুতি নিচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।