ইসরায়েলি ৬ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর, কঠোর হচ্ছে ইরানের আইন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৬:১০

সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে জড়িত একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে ইরানের খুজেস্তান প্রদেশে এই সাজা কার্যকর হয়।

ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা একাধিক সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছিল। তাদের অপরাধের মধ্যে রয়েছে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা এবং খোররামশাহরে বোমা হামলা চালানো। কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।

এই মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি ইরান এখন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর হচ্ছে। সম্প্রতি গুপ্তচরবৃত্তির শাস্তি বৃদ্ধি সম্পর্কিত বিল এবং অ-সামরিক ড্রোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণমূলক খসড়া আইন অনুমোদন পেয়েছে।

গার্ডিয়ান কাউন্সিল জানিয়েছে, নতুন আইনে বিশেষ করে জায়নবাদী সরকারের সঙ্গে গুপ্তচরবৃত্তি বা সহযোগিতায় জড়িতদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি নতুন ড্রোন আইনটি বেসামরিক ড্রোন ব্যবহারের নিরাপত্তা ও তদারকি নিশ্চিত করবে। এই দুটি আইন ইসরায়েলের চাপানো ১২ দিনের যুদ্ধের সময় পাস হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top