সীমান্তে দুঃসাহস দেখালে পাকিস্তানের ‘ইতিহাস-ভূগোল বদলে যাবে’: রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৬:২৭

ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ভারত সীমান্তে কোনো দুঃসাহস দেখালে পাকিস্তানের ইতিহাস ও ভূগোল দুই-ই বদলে যেতে পারে।”
গুজরাটের কচ্ছের একটি সামরিক ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, পাকিস্তান স্যার ক্রিক সংলগ্ন অঞ্চলে সামরিক অবকাঠামো তৈরির চেষ্টা করছে। বিষয়টিকে ভারতের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমান্তগুলো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, তার মধ্যে অন্যতম হলো স্যার ক্রিক। এটি পাকিস্তানের সিন্ধ প্রদেশকে ভারতের গুজরাট রাজ্য থেকে পৃথক করেছে। এই অঞ্চলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বহুবার উত্তেজনা দেখা দিয়েছে।
রাজনাথ সিংয়ের বক্তব্যের পরই বিষয়টি ফের শিরোনামে এসেছে। একই সঙ্গে পাকিস্তানকে সতর্ক করে বক্তব্য দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও। তিনি বলেন, “পাকিস্তানের তরফে কোনো পদক্ষেপ এলে ভারতীয় সেনা আর সংযম দেখাবে না।”
স্যার ক্রিক অঞ্চলটি একটি কৌশলগত এলাকা, যা আরব সাগরের সঙ্গে সংযুক্ত। তেল, গ্যাস এবং মাছের প্রাচুর্যের জন্যও এটির বিশেষ গুরুত্ব রয়েছে। কয়েক দশক ধরে এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে সীমান্ত নির্ধারণে অচলাবস্থা চলছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।