ট্রাম্পের যুদ্ধবিরতি, আবারও গাজায় ইসরায়েলি হামলায় ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৭:৪৩

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলের সরকার ও সেনাবাহিনী। হামাস সকল জিম্মিদের মুক্তির জন্য "অবিলম্বে" আলোচনায় অংশ নিতে সম্মত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি বিশ্বাস করেন যে হামাস "স্থায়ী শান্তির জন্য প্রস্তুত" এবং জিম্মিদের উদ্ধারের জন্য ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের এই প্রতিক্রিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দুই দিক থেকে বিস্মিত করেছে।

তবে, গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। হামাস এখনও ট্রাম্পের প্রস্তাবকে নিঃশর্তভাবে গ্রহণ করেনি, ফলে চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত নয়।

সূত্র: সিএনএন



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top