ট্রাম্পের ঘোষণায় যুদ্ধবিরতির আশা, গাজা থেকে সেনা সরাবে ইসরায়েল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১১:২৫

অবশেষে গাজায় দীর্ঘ সংঘাত শেষে যুদ্ধবিরতি নিয়ে এল বড় ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ২০ দফা শান্তি প্রস্তাবের কিছু অংশ হামাস মেনে নেওয়ায় প্রথম ধাপে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। হামাস চূড়ান্তভাবে নিশ্চিত করলেই এই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
হোয়াইট হাউসের মানচিত্র অনুযায়ী, নির্দিষ্ট সীমারেখার মধ্যেই এই প্রাথমিক সেনা প্রত্যাহার হবে। যদিও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন—তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে। তবে, উদ্বেগের বিষয় হলো, বিবিসি ভেরিফাইয়ের হিসাবে, এই সেনা প্রত্যাহারের পরও গাজার প্রায় ৫৫ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থেকে যাবে।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশাবাদী—খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা আসবে। তিনি সামরিক ও কূটনৈতিক চাপে হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকারও করেছেন। অন্যদিকে, হামাস বলছে, ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞ এখনও চলছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে দুই বছরের হত্যাযজ্ঞ ও অবরোধ বন্ধের আহ্বান জানিয়েছে।
ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রয়েছে। একদিনে আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকার বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরগুলোতে হয়েছে ৯৩টি বিমান হামলা। এই উত্তেজনার মধ্যেই মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হচ্ছে। নজর থাকবে, এই কূটনৈতিক পথ রক্তপাত থামাতে পারে কিনা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।