ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ধসে ৩৭ মৃত, ২৬ নিখোঁজ; ক্ষীণ হচ্ছে আশা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১১:৩৪

সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) আসরের নামাজের জন্য শিক্ষার্থীরা যখন সমবেত হচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ ধসে পড়ল একটি ইসলামিক স্কুল বা মাদ্রাসার ভবনের অংশ।

এই ভয়াবহ ঘটনায় এ পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, জীবিত উদ্ধার করা গেছে ১০৪ জনকে। তবে স্বস্তি নেই, কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন অন্তত ২৬ জন।

সময় পেরিয়ে যাওয়ায় নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ভবনটির নিম্নমানের নির্মাণকাজই এই ধসের মূল কারণ। এদিকে, ৭২ ঘণ্টা পার হওয়ার পর নিখোঁজদের পরিবার ভারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দিলে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রার্থনা এবং শিক্ষার জন্য একত্রিত হয়েছিলেন, সেখানে এখন শুধুই শোকের আবহ। নিখোঁজদের উদ্ধারে চলছে সময় ও ধ্বংসস্তূপের সঙ্গে শেষ মুহূর্তের লড়াই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top