ইসরায়েলি বাহিনীর হাতে আটক গ্রেটা থুনবার্গকে জোর করে পতাকা চুম্বন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১১:৪৩

গাজায় ত্রাণবহরে যোগ দিতে যাওয়া আন্তর্জাতিক কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর চরম নির্যাতনের অভিযোগ। আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ‘সুমুদ ফ্লোটিলা’র সেচ্ছাসেবক গ্রেটা থুনবার্গের সঙ্গে আটক অবস্থায় ‘দুর্ব্যবহার ও নির্যাতন’ করা হয়েছে।
ফ্লোটিলার অংশগ্রহণকারী তুর্কি সাংবাদিক এরসিন সেলিক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি নিজে প্রত্যক্ষ করেছেন, কীভাবে থুনবার্গকে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয় এবং জোর করে ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়! ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনোর মতে, এই ২২ বছর বয়সী সাহসী নারীকে পতাকায় মুড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে।
কেবল থুনবার্গ নয়, অন্যান্য কর্মীরাও একই ধরনের বর্ণনা দিয়েছেন। তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, “তারা আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করে। তিন দিন ধরে ক্ষুধার্ত রাখা হয়, টয়লেট থেকে আমাদের পানি পান করতে হয়।” পর্যাপ্ত পরিষ্কার পানি ও ওষুধও কর্মীদের দেওয়া হয়নি বলে অভিযোগ।
ত্রাণ অভিযানের জন্য যাওয়া ৪০ নৌকা এবং ৪৫০ জনেরও বেশি আন্তর্জাতিক কর্মীকে আটক করার ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয় তীব্র নিন্দা। এর ফলে ইতোমধ্যেই ১৩৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে। আটক বাকিদের শিগগিরই ইউরোপে পাঠানো হবে বলে তেল আবিব ঘোষণা করেছে। এই ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি করলো।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।