ট্রাম্পের পরিকল্পনা: যুদ্ধবিরতি ও দুই ধাপের চুক্তি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৩:০৮

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস থেকে প্রকাশিত মার্কিন পরিকল্পনা অনুযায়ী-

  1. প্রথম ধাপে: গাজায় সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ থাকবে, জিম্মি ও বন্দি বিনিময় হবে, এবং ইসরায়েলি বাহিনী নির্দিষ্ট নিয়ন্ত্রণরেখায় অবস্থান নেবে।

  2. দ্বিতীয় ধাপে: হামাসকে নিরস্ত্র করা ও গাজা উপত্যকাকে ডিমিলিটারাইজ করা হবে।

ট্রাম্প শনিবার ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে জানান,

“ইসরায়েল সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ করেছে জিম্মি মুক্তি ও শান্তিচুক্তির সুযোগ দিতে। হামাসকে দ্রুত সরে যেতে হবে—অন্যথায় সব বাজি বন্ধ।”

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই জিম্মি বিনিময় শুরু হবে এবং পরবর্তী পর্যায়ের প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হবে।

ট্রাম্প প্রকাশিত মানচিত্র অনুযায়ী, প্রাথমিক প্রত্যাহার সীমারেখা গাজার ৭০ শতাংশ এলাকা জুড়ে হবে, যেখানে ইসরায়েলি সেনারা বর্তমানে অবস্থান করছে।
এর মধ্যে রয়েছে—

  • দক্ষিণ গাজা: রাফা ও ফিলাডেলফি করিডোর (মিশর সীমান্ত)

  • খান ইউনিসের বড় অংশ

  • উত্তর গাজা: বেইত হানুন, বেইত লাহিয়া ও গাজা সিটির পূর্ব উপকণ্ঠ
    অন্য এলাকায় বাফার জোন বজায় থাকবে।

নেতানিয়াহু বলেন, হামাসের জিম্মি মুক্তির ইচ্ছা এসেছে ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক চাপের ফলেই।
তিনি বলেন,

“২০৭ জন জিম্মি ইতিমধ্যে ফিরেছে, কিন্তু আমি কখনও বাকিদের ছাড়িনি। এবার, ঈশ্বরের সাহায্যে, আমরা সবাইকে ফিরিয়ে আনব।”

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস–কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,

“আমি বলেছিলাম, ‘বিবি, এটাই তোমার জয়ের সুযোগ।’ তিনি রাজি হয়েছিলেন। আসলে তার কোনো বিকল্পই ছিল না।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top