ইউক্রেনে যাত্রীবাহী দুই ট্রেনে রাশিয়ার বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৩:৪৬

ইউক্রেনের লভিভ অঞ্চলে রাশিয়ার বিমান ও ড্রোন হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি টেলিগ্রামে এই তথ্য জানান। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানিয়েছেন, শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে একটি ড্রোন এবং পরে রাশিয়ান ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় ছিল।
উত্তর সুমি অঞ্চলের একটি স্টেশনে দুটি রাশিয়ান ড্রোন ট্রেনে আঘাত করলে একজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে "সন্ত্রাসবাদী" আখ্যা দিয়েছেন, আর পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, আক্রমণের সময় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
ডনবাস অঞ্চলের দ্রুজকিভকা শহরে রাশিয়ার ড্রোন হামলায় ফরাসি ফটোসাংবাদিক আন্তোনি লালিকান নিহত হয়েছেন, এবং তার ইউক্রেনীয় সহকর্মী হ্রিহোরি ইভানচেঙ্কো আহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতারাতি তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ৩২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এছাড়াও, নাফটোগ্যাজের সিইও সের্গেই কোরেটস্কির মতে, খারকিভ ও পোলতাভা অঞ্চলে রাশিয়া ৩৫টি ক্ষেপণাস্ত্র এবং ৬০টি ড্রোন নিক্ষেপ করেছে, যা নতুন তাপের মৌসুমের প্রস্তুতির সময় করা হয়েছে।
রাশিয়ার নতুন আক্রমণের প্রেক্ষিতে পোল্যান্ড এবং মিত্র বিমান প্রতিরক্ষা বাহিনী আকাশসীমা সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে। ন্যাটো সন্দেহভাজন রাশিয়ান ড্রোন ও আকাশসীমা অনুপ্রবেশের প্রতিক্রিয়ায় অঞ্চলজুড়ে বিমান টহল জোরদার করেছে।
ডেনিশ গোয়েন্দা সংস্থা থমাস আহরেঙ্কিল অভিযোগ করেছেন, রাশিয়ার যুদ্ধজাহাজগুলো বারবার ডেনিশ নৌযানের পথে বাধা দিচ্ছে এবং ন্যাভিগেশন সিস্টেম ব্যাহত করছে। জার্মানিতে দুই দিনের মধ্যে বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ড্রোন দেখা যাওয়ায় মিউনিখ বিমানবন্দর কয়েক ডজন ফ্লাইট বাতিল বা পুনঃনির্ধারণ করতে বাধ্য হয়েছে।
IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি রাশিয়া ও ইউক্রেনকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকা নিরাপদ রাখার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করেছেন, চীন রাশিয়াকে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যা মস্কোকে ক্ষেপণাস্ত্র হামলায় সহায়তা করছে।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা রাশিয়ার স্যাটেলাইট নেভিগেশন ব্যাঘাতকে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে। এস্তোনিয়া ও ফিনল্যান্ডও একই অভিযোগ করেছে, যদিও রাশিয়া এটি অস্বীকার করেছে।
চেক প্রজাতন্ত্রে নির্বাচনের ফলাফলে "ট্রাম্পিস্ট" ধনকুবের আন্দ্রেজ বাবিসের দল এগিয়ে রয়েছে, যা ইউক্রেনের প্রতি সমর্থন ও EU সম্পর্ক নিয়ে উদ্বেগ তৈরি করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।