রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

নেপালে পাহাড় ধস ও বন্যা: ৪৭ জনের মৃত্যু, অচল কাঠমান্ডুর যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৮:১৯

সংগৃহীত

টানা ভারী বর্ষণ আর পাহাড় ধসের কারণে ভয়াবহ দুর্যোগের কবলে নেপাল। দেশজুড়ে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। পূর্বাঞ্চলীয় ইলাম জেলাতেই মারা গেছেন ৩৫ জন। এই ভয়াবহ পরিস্থিতিতে নিখোঁজ রয়েছেন আরও ৯ জন।

আরও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি মোকাবিলায় নেপাল সরকার সোম ও মঙ্গলবার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে। ১২টিরও বেশি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সেনাবাহিনী ও পুলিশ একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে।

দশাইন উৎসব শেষে লক্ষাধিক মানুষের কর্মস্থলে ফেরার সময় এই দুর্যোগে পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। পাহাড় ধসে কাঠমান্ডুর সঙ্গে দেশের অন্যান্য এলাকার সব প্রধান সড়ক বন্ধ। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে অভ্যন্তরীণ সব ফ্লাইট।

দক্ষিণ-পূর্ব নেপালের কোসি নদীর পানির স্তর স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বেড়ে যাওয়ায় ব্যারাজের সব ৫৬টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে ভারতের বিহারেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নেপালে অবকাঠামো ধস ও প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top