ইয়েমেন থেকে ইসরাইল লক্ষ্য করে ড্রোন হামলা, ভূপাতিত করেছে ইসরাইলি বিমানবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১১:৩২

ইসরাইলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনি বাহিনী। তবে ড্রোনটি দক্ষিণাঞ্চলীয় এলাত এলাকায় ভূপাতিত করেছে ইসরাইলি বিমানবাহিনী।
ড্রোনের ধ্বংসাবশেষ পতনের আশঙ্কায় এলাকায় বাজানো হয় বিমান হামলার সাইরেন।
রোববার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি মানববিহীন উড়োজাহাজ (ইউএভি) সফলভাবে প্রতিহত করা হয়েছে। এ সময় জনগণের নিরাপত্তার স্বার্থে সতর্কতা সংকেত বাজানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনী আরও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবিও করেছে।
ইসরাইলের গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুথি-সমর্থিত গোষ্ঠীটি এলাতকে লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এর আগে গত মাসে ওই শহরে এক ড্রোন হামলায় ২০ জনের বেশি মানুষ আহত হন।
রোববার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট নতুন প্রজন্মের “ফিলিস্তিন-২” হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ভূখণ্ডে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে।
তিনি দাবি করেন, অভিযানে সাফল্য এসেছে এবং হামলার পর লক্ষাধিক ইসরাইলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।